পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের নেতা এ্যাড. আফজাল হোসেনের মতবিনিময়

received_281886921349722.jpeg

মতিউর রহমান তালুকদার ,পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী – ১ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার দ্যা সূর্য্যসেন হলের সাবেক ভিপি এ্যাডভোকেট আফজাল হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীতা ঘোষনা করেছেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত ও তাঁর ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় পটুয়াখালী- ১ ( সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকে সাথে নিয়ে নির্বাচন পরিচালনা করে নৌকার বিজয় এনে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন সমূহের অধিকাংশ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন জতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আফজাল হোসেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top