জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ টি গেটে তালা মেরেছে ছাত্রদল।

received_713003754065363.jpeg

ফরিদ আহমেদ চিশতী :
সারাদেশে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকসহ ছয়টি গেইটে তালা লাগিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।  বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাবির প্রধান ফটকসহ ৬টি প্রবেশ পথের গেইটে ছাত্রদলের নেতাকর্মীরা তালা ঝুলিয়ে দেয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেইট, বিশমাইল গেইট, ইসলামনগর গেইট, মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইট ও আমবাগানের প্রবেশপথে তালা লাগিয়ে দেন। তবে প্রায় আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তা প্রহরীরা।
তালা লাগানোর বিষয়ে প্রত্যক্ষদর্শী ও দায়িত্বরত গার্ড সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলে এসে প্রধান ফটক সহ ছয়টি গেইটে তালা লাগিয়ে দেন। এ সময় তালার সঙ্গে ‘সবার্ত্মক অবরোধ’ লেখা সংবলিত প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেন তারা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে প্রবেশপথে তালা দেয়া হয়েছে । বিষয়টি জানতে পেরে সকাল ৮টার দিকে প্রধান ফটকে উপস্থিত হয়ে নিরাপত্তা প্রহরীদের তালা ভেঙে ফেলতে বলেন সহকারী প্রক্টর মওদুদ আহমেদ। পরে সব গেইটের তালা ভেঙ্গে গেইট খুলে দেওয়ার পরে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, কারা তালা লাগিয়েছিলো তা আমাদের চোখে পড়েনি। তবে গেইটে লাগানো সব তালা দ্রুত ভেঙে ফেলা হয়েছে ।এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগে অবগতি করা হয়েছে

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top