তালা উপজেলা প্রতিনিধি ঃ
বালিয়াদাহা বাজার হইতে খলিষখালী সাহুত পাড়া পর্যন্ত রাস্তাটির বহুদিন পর্যন্ত বেহাল দশা। ভোগান্তিতে ছিল এলাকাবাসী।
সাংবাদিকরা এলাকাবাসীদের কাছে জানতে চাইলে, এলাকাবাসী জানান, অনেকদিন পর্যন্ত আমাদের এই বালিয়াদাহা বাজার হইতে খলিষখালী সাউথ পড়া পর্যন্ত রাস্তাটি বেহাল দশার কারণে আমাদের যাতায়াতের অনেক সমস্যা দেখা দিচ্ছিল একটি সাইকেল ভ্যান অথবা একটি মোটরসাইকেল গেলে এক্সিডেন্টের সম্ভাবনা ছিল।
রাস্তা নির্মাণে আমরা অনেক খুশি। রাস্তা নির্মাণের কাজ হাতে নিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান (মেসার্স রৌশ্নি এন্টারপ্রাইজ) প্রোপাইটার:
মোঃ আনারুল ইসলাম, তিনি জানান রাস্তা নির্মাণ কাজে কোন কিছুতে কমতি করা হচ্ছে না। এ বিষয়ে সাংবাদিকদের সামনে খতিয়ে দেখছেন, শ্রী সুজল কুমার শীল,উপ-সহকারি প্রকৌশলী।মোহাম্মদ ইলিয়াজ হোসেন,উপসহকারী প্রকৌশলী।মোঃ সিরাজুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী।এ কে এম কামরুজ্জামান,কার্যসহকারী।