ইয়াছিন আরাফাত, রায়পুর উপজেলা প্রতিনিধি:-
২০১৬ সাল এর পর ২০২৪ সালে এসে অনুষ্ঠিত হলো বমনী স্কুল এর মেনেজিং কমিটি নির্বাচন।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৭ নং বামনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৮/০৩/২০২৪ তারিখে হলো মেনেজিং কমিটি নির্বাচন।
এ নির্বাচনের চার জন অভিভাবকে নির্বাচিত করা হয় প্রথম হয়েছেন ডঃ আবদুল কাদের, দ্বিতীয় হয়েছেন ডঃ মাহফুজুর রহমান রাজু, তৃতীয় হয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন এবং চতুর্থ হয়েছেন জিয়াউদ্দিন চৌধুরী।
অত্র প্রতিষ্ঠানে মোট শিক্ষাথী সংখ্যা ৭৫৮, অতএব মোট ভোট সংখ্যা ৭৫৮ টি এর মধ্যে ভোট সংগ্রহ হয়েছে ৬১০টি বাতিল হলো ১১টি , তাহলে গড়ে মোট ভোট হলো ৫৯৯টি।
মোট প্রাথী সংখ্যা ৯ জন
১. আবদুল কাদের -৩৮২
২.আবু তাহের -১৫৮
৩. বরকত উল্লা পাটওয়ারী -২১২
৪. বেলাল হোসেন -২৬৪
৫. মোতাহের হোসেন- ১৭৫
৬. মোসারফ হোসেন ফারুক -১১
৭. মাহফুজুর রহমান- ২৯৪
৮. জিয়া উদ্দিন চৌধুরী -২৬৩
৯. থাই মোহাম্মদ সেলিম- ২০৬
প্রথম স্থান অর্জন করা ডাঃ আব্দুল কাদের সাহেব বলেন-
বিগত দিনেও আমি এই প্রতিষ্ঠানের কমিটিতে ছিলাম প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে আমার ত্যাগ এবং অনেক অবদান রয়েছে, প্রতিষ্ঠানের চারতালা ভবন এবং বিদ্যালয়ের চতুর্পাশ বাউন্ডারি করাতেও। এবং দোতলা বিশিষ্ট ভবনটি আমাদের নিজেদের অর্থে তৈরি করা হয়েছে। এই ভবন করার জন্য আমাকে চারটি মামলার আসামি হতে হয়েছে, এবং এখনো সেই মামলাগুলো চলমান। আমি বিগত দিনে প্রতিষ্ঠানের জন্য ভালো কাজ করেছি বিধায় অভিভাবক গন আমাকে পুনরায় মনোনীত করেছে এবং আমি বিপুল ভোটে জয় হয়েছি। আমি এখনো প্রতিষ্ঠান এর উন্নয়নের কাজের ধারা অব্যাহত রাখবো (ইনশাআল্লাহ)
বাকী বিজয়ী প্রার্থীরা নির্বাচিত হয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শপথ গ্রহণ করেন।