মারা গেছেন ইউটিউবার কবির হোসেন (২৪)। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না-ফেরার দেশে পাড়ি জমান তরুণ ইউটিউবার। কবির ‘বদ মেজাজ’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে মজার সব কন্টেন্ট দেওয়া হতো।
উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীলতার মাধ্যমে হেনস্তামূলক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ১০ মে কুমিল্লা থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করেছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ইউনিট।
নিহত কবির হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের খয়রাতপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই জাহিদ হোসেন বলেন, ‘শুক্রবার শিলমুড়িতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় কবির। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুমিল্লা ট্রমা হাসপাতালে এবং পরে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার সন্ধ্যা তার মৃত্যু হয়। ’
বারিশ হকের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২১ দিন জেলহাজতে থাকার পর গত ১৩ জুলাই জামিন পেয়ে ফেসবুক লাইভে এসে ভুল স্বীকার করে ক্ষমা চান কবির।
তিনি বলেছিলেন, ‘দেশের আইন না জেনে আমি একটা ভুল করেছি। আমার নামে একটা মামলাও হয়েছে। আসলে আমি জানতাম না দেশের আইনে এটা অপরাধ। ’
১০ লাখ অনুসারীর বদ মেজাজ ফেসবুক পেজে বিভিন্ন রোস্টিং ভিডিও করে সারা দেশে আলোচনায় আসেন ওই পেজের প্রধান অ্যাডমিন কবির হোসেন।