মোঃ খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি :
সকল শ্রেনী- পেশার মানুষ কে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করে
৫নং ভান্ডার কোর্ট ইউনিয়ন বাসীর মনে জায়গা করে নিয়েছেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫নং ভান্ডার ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যানও ৫ নং ভান্ডার কোর্ট ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনদরদী মানবতার ফেরিওয়ালাও হিন্দু সাম্প্রদায়িক সমাজের আস্থা বিশ্বাসও ভালো বাসার প্রতীক চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবাদুল, ৫ নং ভান্ডার কোর্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িক্ত গ্রহন করে জনকল্যাণমুখী নানান উন্নয়ন মূলক কাজ করে মানুষের স্থায়ী জায়গা করে নিয়েছেন। চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল বিশেষ করে গ্রাম্য শালিশ বিচারে কোনো পক্ষ বাদিত না হয়ে সে সামাজিক ভাবে। উভয় পক্ষর কথা শুনে বুঝে রায় দিয়ে থাকেন এজন্যই তিনি ৫ নং ভান্ডার কাের্ট ইউনিয়ন বাসীর কাছে মানবতার ফেরিওয়ালা নামক খ্যাতীও অর্জন করেছে। যার কাছে নেই কোনো গরীব, বড় লোক ভেদাভেদ তিনি সকল কে এক চোখে দেখেন। তাঁর সেবা পেতে ইউনিয়ন পরিষদে গিয়ে লাইন দেওয়া লাগেনা যে কেউ তাঁর রুমে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন তাঁর কাছে কোনো সকাল দুপুর, আর রাত নেই। তাঁর ইউনিয়ন বাসী কে সে যেকোনো সময় সেবা দিতে প্রস্তুত থাকেন তিনি তাঁর অধীনস্ত সকল ইউপি সদস্যদের কে নির্দেশ দিয়ে বলেছেন আমরা জনগনের প্রতিনিধি আমার ইউনিয়নের কােনো নাগরিক যেনো কােনো বিষয় আপনাদের থেকে মনে কষ্ট না পায় এই খবর যদি আমার কাঁনে আসে আমি সাথে,সাথে সেই ইউপি সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিব একটা নজির বিহীন বিষয় সরজমিনে তাঁর এলাকায় খবর নিয়ে জানা যায় চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবাদুল। ইউনিয়ন বাসীকে সেবা প্রদানের জন্য রাত-২ ঘটিকা পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকেন এজন্যই তিনি ৫ নং ভান্ডার কোর্ট ইউনিয়ন বাসীর কাছে জনপ্রিয় চেয়ারম্যানের ভূমিকা পালন করেন।