ভোগান্তির আরেক নাম ওয়াবদা বাজার তেরিগঞ্জ সড়ক।

received_1022301605515872.jpeg

মো: রাসেল, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ প্রতিনিধ:
লক্ষ্মীপুর জেলা, চন্দ্রগঞ্জ থানা, ১৪ নং মান্দারী ইউনিয়ন।

মান্দারী থেকে তেরিগঞ্জ রাস্তা, বিবি পুকুরপাড় মসজিদ সংলগ্ন,এখানে মরন ফাঁদে পরিণত হয়েছে।প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সরজমিনে গিয়ে দেখা যায়।

শাহজাহান নামে ১ অটো চালক জানায়, ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে আমাদের।অনেক গাড়ি এখানে এক্সিডেন্ট হয়েছে। চেয়ারম্যান মেম্বারদের কাছে আমাদের দাবি, এই সড়কটি যেন অতি দ্রুত, মেরামত করা হয়। ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আজাদ হোসেন জানায়। মান্দারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন। নিজস্ব তহবিল থেকে ২ পিক আপ ইটের আদলা দেওয়া হয়। আরো যদি ৩ গাড়ি দেওয়া যাইতো, তাহলে সম্পূর্ণ থালা ভরাট হইত। দ্রুত সড়কটি সংস্কারের জন্য, সরকারের কাছে আবেদন জানায়। রহিম নামে এক যাত্রী জানায়। ওয়াপদা বাজার থেকে বাবলা তলি পর্যন্ত, বর্তমান সড়কটি অসংখ্য খানাখন্দে ভরা। এখনো পেট ব্যথা করছে আমার।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top