মতিউর রহমান তালুকদার,পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি ::- গতকাল আনুমানিক সকাল ৮ টার সময়ে কলাপাড়া থানার ধুলাশসর ইউনিয়নের আশাখালি খেওয়া ঘাট থেকে তিন নদীর মোহনা রামনাবাদ চ্যানেলে অসাবধানতা’র কারনে মাছ ধরার ট্রলার থেকে সজীব চকিদার (২৬) নামে এক জেলে নদীতে পরে গেলে বহু খোঁজ খুঁজি করলেও কোন সন্ধান মেলিনি। পরে একদিন পরে বিকাল ৩.৩০ মিনিটের সময় কুয়াকাটা কাউয়ার চর থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সন্ধান মেলে নিহত মোঃ সজীব চকিদারের মরদেহ। এ সময় স্থানীয় দ্বারা পুলিশকে সংবাদ দিলে পুলিশ নিহত জেলে সজীবের মরদেহ উদ্ধার করে নিহতর পরিবারকে হস্তান্তর করা হয়। নিহত জেলের মরদেহ সজীবের নিজ বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই হর্তিকবাড়িয়ায় বর্তমানে চলছে শোকের মাতাল, নিহত’র পিতা লিটন চকিদার জানান,আমার তিন সন্তানের ভিতর সজীব ছিল মেজো ছেলে শান্ত ও নম্র ও ভদ্র আমরা মনকে বুঝাতে পারছি না যে সজীব নেই।
দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় নিহত সজীবের মরদেহ নরম হতে থাকলে তাকে দ্রুত দাফন করা হয় বলে নিহতর স্বজনরা জানান।