দিন প্রতিদিন ডেস্ক :
ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো হামলায় কমপক্ষে তিন শ ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া প্রায় দুই হাজার আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ রবিবার (৮ অক্টোবর) তুরস্কে ইসরায়েলের দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস বলছে, এ পর্যন্ত কমপক্ষে তিন শ ইসরায়েলি নিহত হয়েছে এবং কয়েক ডজনকে অপহরণ করা হয়েছে। প্রায় দুই হাজারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। বিবিসি বলছে, এই সংখ্যাটি সরাসরি ইসরায়েল সরকার নিশ্চিত করেনি।
এর আগে বিবিসি জানায়, গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২০ শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক হাজার ৭৮৮ জন আহত হয়েছে।
শনিবার ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে হামলা চালায় হামাস। সে সময় ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়ার পাশাপাশি হামাসের যোদ্ধারা স্থল ও নৌপথে ইসরায়েলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।