স্টাফ রিপোর্টার:-
ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
বান্দরবানের (টিসিবি,র)এর মালামাল অবৈধ ভাবে বিক্রি করার জন্য বস্তাজাত করার সময় হাতেনাতে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বান্দরবান জেলা শাখার ছাত্র প্রতিনিধিরা। গত ২১ নভেম্বর-২০২৪ ইং রোজ বুধবার রাত সাড়ে ১০টায় বান্দরবান পৌরসভার পাশে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসের পেছন থেকে মালামাল জব্দ করা হয়।
টিসিবির ডিলার নিকট হতে ম্যাজিস্টেট এর উপস্থিতে মালামাল অবৈধ বস্তাজাত করণ সম্পর্কে ডিলার নিকট জানতে চাইলে তার দেওয়া হিসাবের সাথে আকাশ ছোঁয়া ব্যবধান পরিলক্ষিত হয়।
হিসাবের মিল পাওয়া না যাওয়ায় উক্ত টিসিবির মালামাল জব্দ করে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্রদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত বিষয় টি জানাজানি হলে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে হতে মেসার্স হাজী ইসহাক স্টোর কে কারণ দর্শনের নোটিশ ঘোষণা করেন উপযুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক জানান যে ২০২৪-২৫ অর্থ বছরের অক্টোবর ২০২৪ মাসের বরাদ্দে টিসিবি,র পণ্যাদি ফ্যামিলি কার্ডধারীদের নিকট বিক্রিয়ের লক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান হইতে ইস্যুকৃত ডি,ও এর বিপরীতে মেসার্স হাজী ইসহাক স্টোর, প্রাঃ মোঃ মাইন উদ্দিন,বান্দরবান প্লাজা মার্কেট, ওর্য়াড নং ০৪,পৌরসভা বান্দরবান, চট্টগ্রাম এর অনুকূলে গত ২১/১১/২০২৪ খ্রীঃ তারিখে ৬৪০ জন উপকার ভোগীর মাঝে ১২৮০ কেজি মসুর ডাল ও ১২৮০ লিটার সয়াবিন তেল জেলা প্রশাসক কার্য্যলয়ের গুদাম হতে এবং খাদ্য অধিদপ্তর হতে ৩,২০০ কেজি চাল সরবরাহ দেওয়া হয় বান্দরবান জেলা প্রশাসকের গুদাম হতে টিসিবি,র পণ্যদি নিয়ে নির্ধাারিত বিক্রিয় স্থানে না গিয়ে টিসিবি,র পণ্যাদি কালোবাজারে বিক্রিয়ের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে চলে যান। যা “দৈনিক কর্ণফুলী ” পত্রিকা “বান্দরবানে পাচারকালে টিসিবি,র পণ্য আটক ” শিরোনামে খবর প্রকাশিত হয়েছে টিসিবি,র পণ্য কালোবাজারির উদ্দেশ্য পাচার কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও স্হানীয় জনতা আটক করে পুলিশ কে খবর দেন পরবর্তীতে গত ২২/১১/২০২৪খ্রীঃতারিখে উক্ত ডিলারের বিরুদ্ধে একটি মামলা হয় যার মামলা নাম্বার ১১। এবং যাহা গত ২১/১১/২০২৪খ্রীঃ তারিখে দিবাগত রাতে শহরের ০৯ নং ওর্য়াডেআলী মিয়া সড়কের পাশে ট্রাকে বোঝাই টিসিবি,র চাল ও ডালের বস্তা পরিবর্তন করে কালোবাজারের বিক্রয়ের উদ্দেশ্যে অন্য বস্তায় স্থানান্তর করেন যা টিসিবি,র ডিলারশীপ নীতিমালারপরিপন্তী ও শান্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, উপরোক্ত বর্ণনার আলোকে টিসিবি,র পণ্য কালোবাজারি করায় উক্ত অনিয়মের কারণে টিসিবি,র ডিলারশীপ চুক্তিপত্রের ১৪(ঘ)ও(ঙ)নং শর্ত ভঙ্গ করেছে বিধায় আপনার ডিলারশীপ বাতিল পূর্বক জামানত বাজেয়াপ্ত করা হবে না তার উপর্যুক্ত জবাব আগামী ২৮/১১/৩০২৪খ্রীঃ তারিখের মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ প্রধান করাহল।
এবং উক্ত বিষয় টি বান্দরবান জেলা প্রশাসক কর্তৃপক্ষের নিকটে জানতে চাইলে তিনি জানান (এনডিসি) এই বিষয় এ আমি এখন ও বিস্তারিত জানতে পাড়ি নি। এবং মোঃ শফিকুল ইসলাম, যুগ্ন পরিচালক (অফিস প্রধান)টিসিবি, আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম। তিনি জানান উক্ত বিষয় টি জানার পরে সাত কর্মদিবস এর মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য ঐ ডিলার কে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। এবং বাকি ব্যবস্থা জেলা প্রশাসক দেখবে বলে তিনি জানান। এবং উত্তর ডিলারের সাথে এ বিষয়ে কথা বললে আমি বিক্রির জন্য রাখি নি দুপুরের খাবার সময় পায়নি তাই মাল গুলো গাড়িতে রেখে আমি ভাত খেতে বাসায় চলে গেছি।