সুমন কান্তি দাশ : চকরিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারের জন্য ৮টি গৃহনির্মান কাজের শুভ উদ্বোধন। কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮টি জমিসহ গৃহ নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ মহোদয় এর নির্দেশনা- মোতাবেক ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে নিহতদের পরিবারের জন্য এসব ঘর বাস্তবায়ন করা হচ্ছে। ডুলাহাজারা নাথপাড়ার পাশে সরকারি খাস জায়গায় একসঙ্গে ৮টি গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।