মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তিতাস উপজেলার ৪নং কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণের এক বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ এর সভাপতিত্বে ও ইউপি সচিব আলমাছুর রহমানের সঞ্চালনায় এক বছরের সফলতা নিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছাইদুর রহমান ভূঁইয়া, লিয়াকত আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা ইউপি সদস্যবৃন্দ।
বক্তব্যকালে ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীসহ আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দকে। যাদের সহযোগিতায় আজ আমি আওয়ামীলীগ থেকে নৌকা মনোনীত হয়ে চেয়ারম্যান হয়েছি। চেষ্টা করেছি এক বছর সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করতে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আগামী ৪বছর যেনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে সেজন্য ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করি এবং সে সাথে পরিষদের পক্ষ থেকে এক বছর পুর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কড়িকান্দি বাজার মসজিদের ইমাম আবু তাহের।