সুমন কান্তি দাশ, স্টাফ রিপোর্টার:- আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যেগে প্রস্তুুতিমুলক মতবিনিময় সভা চিরিংগা এস আর প্লাজাস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়, অনুষ্টানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাবলা দেব নাথ, অতিথি হিসাবে উপস্থিত জেলা,উপজেলা, পৌরসভা নেতৃবৃন্দ,ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত থেকে বক্তব্য রাখেন,আসন্ন দুর্গোৎসবের প্রস্তুুতি সম্পর্কে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ বলেন চকরিয়া উপজেলা ও পৌরসভা মিলে এ-ই বৎসর ৯২টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে,এ-র মধ্য ৪৮টি প্রতিমা পূজা, ৪৩ টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।