মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন ধারা অব্যাহত রয়েছে।

received_1724717028044298.jpeg

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:-
আজ ১৭/১০/২০২৩ইং তারিখ মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একটি সিজারিয়ান অপারেশন সফলভা‌বে সম্পন্ন হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তারেকউজ্জামান তাহার বড় বোন বদরুন্নাহার মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,বিশ্বনাথ,সিলেট , স্বামী – রহুল আমীন চৌধুরী, খাদ‌্য পরিদর্শক , জগন্নাতপুর,সুনামগঞ্জ তাহাদের একটি পুত্র সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ‌্যমে জন্ম লাভ করে। মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন।
সার্জন হিসেবে দায়িত্বে ছিলেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
# জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নুসরাত জাহান খান।
#অনেস্থেশিয়লজিস্ট হিসেবে ছিলেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুদীপ চৌধুরী।
#জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ রাজিব চক্রবর্তী আক্তার, সিনিয়র স্টাফ নার্স ও অন‌্যান‌্য সিনিয়র স্টাফ বৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top