৫৮ বাউন্ডারিতে অপরাজিত ৪২৬ রান করেন, রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার

aaaaa.jpg

স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন হরিয়ানার যশবর্ধন দালাল। অনূর্ধ্ব–২৩ সিকে নাইডু ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে তিনি খেললেন ৪২৬ রানের অপরাজিত ইনিংস। তার এমন রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৭৩২ রান তুলেছে হরিয়ানা।

গত বছর এই আসরে ৩১২ রানের ইনিংস খেলেছিলেন উত্তরপ্রদেশের সমীর রিজভি। অনূর্ধ্ব ২৩ পর্যায়ের এই প্রতিযোগিতার ইতিহাসে সেটাই ছিল এক ইনিংসে কোনও ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড। গতকাল শনিবার তার সেই রেকর্ড ভেঙে দিলেন যশবর্ধন।

৪২৬ রানের অপরাজিত ইনিংস খেলে রিজভির রেকর্ড ভাঙলেন যশবর্ধন। হরিয়ানার এই ওপেনারের ৪৬৩ বলের ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ১২টি ছক্কা। হরিয়ানা অবশ্য তাদের ইনিংস ডিক্লেয়ার করেনি। তাই নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তরুণ এই ব্যাটার।

যশবর্ধনের এই ইনিংসের সুবাদে ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে হরিয়ানা। মুম্বইয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের রান ৮ উইকেটে ৭৩২। হরিয়ানার অপর ওপেনার অর্শ রাঙ্গা করেছেন ১৫১ রান। ৩১১ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি চার এবং ১টি ছয়।

উদ্বোধনী জুটিতে অর্শ এবং যশবর্ধন মিলে তোলেন ৪১০ রান। তবে এই দুইজন ছাড়া দলের আর কোনো ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। মুম্বাইয়ের সফলতম বোলার অথর্ব ভোশলে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top