শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ডিএমখালি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারের মাঝে ১টি করে লেবু ও পেয়ারা গাছ বিতরণ ও রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, সরকারের পক্ষ থেকে এ উপহার পেয়ে আমরা আনন্দিত। এ ধরনের উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের গৃহসমূহের সার্বিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাসিন্দাদের জন্য পুষ্টিকর ফলের উৎস হিসেবে কাজ করবে বলে উপকারভোগীগণ মত প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিটামিন সি এর ঘাটতি জনিত অভাব পূরণে ডি এম খালী আশ্রয়ন প্রকল্পে চারা রোপণ ও ৩০ টি পরিবারের মধ্যে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সকল আশ্রয়ণ প্রকল্পে লেবু ও পেয়ারা গাছের চারা রোপণ করা হবে।