সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।

1607412125.jpg

ওপার বাংলার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে [ডব্লিউএফজেএ] সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের অভিনেত্রীর হাতে সেরার পুরস্কার তুলে দেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন জয়া।পুরস্কার নেওয়ার ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, “এই পুরস্কার দেওয়ার জন্য সন্মানিত বিচারকদের বিশেষভাবে ধন্যবাদ। এছাড়াও অতনুদা ও পুরো ‘বিনিসুতোয়’ টিমকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা। ”এবারের পুরো অনুষ্ঠানটি ছিলো ‘বিনিসুতোয়’ময়। ডব্লিউএফজেএ-এর আসরে সেরা ছবি [সমালোচক] হয়েছে ছবিটি। ছবিতে পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সেরা পরিচালক অতনু ঘোষ।আগে দুইবার ফিল্মফেয়ার ইস্ট-এ সেরা অভিনেত্রী হয়েছেন জয়া।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top