রূপগঞ্জে হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

received_3826934490913086.jpeg

শাওন গাজী, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকার শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলার অন্যতম আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার ইছাখালি এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য বলেন গত ৫ আগষ্ট সন্ধ্যায় চনপাড়া মেইন রোডের জনকল্যাণ স্কুলের সামনে নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এ হত্যা মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানায় তাঁরা।এসয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল,কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নেছার,সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া,সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী,
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান,কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু সাঈদ মিয়া,সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি আবির,সিনিয়র সহ সভাপতি মাশিদুল ইসলাম,সহ সভাপতি মফিজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মিয়া প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top