ছয় বছর পর নিজ এলাকায় বিএনপির সাবেক সংসদ সদ‍স‍্য মিজানুর রহমান সিনহা

Messenger_creation_3345561772240667.jpeg

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাকে ছয় বছর পর নিজ এলাকায় বুধবার বিকেলে বরণে মানুষের ঢল নামে। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পরে।

তার এমন স্মরণীয় বরণে অভিভুত সিনহা ঘোষণা করেন- দল মনোনয়ন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।

তিনি বলেন, এই দিনটির কথা আমি কখনো ভুলতে পারবো না। যারা আমাকে আজ সম্মান জানিয়েছেন তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।

ঘোড়দৌড় লৌহজং উপজেলা বিএনপি কার্যালয়ে তিনি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে সকলকে সত্য-সুন্দরের পক্ষে ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানান।

১০ কিলোমিটার দূরের মাওয়া থকে পথে পথে অভ্যর্থনা জানায় মানুষ। অনেকে ফুল দিয়ে বরণ করে নেন।
হলদিয়ায় বিক্রমপুর প্রেসক্লাব পয়েন্টে পথসভা করেন। এরপর বিএনপি কার্যালয়ের সভা শেষ করে সন্ধ্যায় বেজগাঁও মাদ্রাসা হলরুমে আরেকটি সভা করেন। এরপর তিনি নিজগ্রাম কলমায় যান। সেখানেও গ্রামবাসীর উষ্ণ সংবর্ধনা গ্রহণ করেন।

এসব আয়োজনে আরও অংশ নেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, মেজর (অব.) মাসুদুর রহমান কাইউম, শ্রীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মমিন আলী, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব অপু চাকলাদার এবং অন্য অন্য বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top